পটিয়া, চট্টগ্রাম: ‘মাদককে না বলুন’- এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ার ভাটিখাইন ক্রিকেট স্পোর্টিং ক্লাবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো জার্সি উন্মোচন অনুষ্ঠান।
শুক্রবার (৪ জুলাই) বিকাল ৪টায় ভাটিখাইন ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী যুবসমাজ, সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘যুবসমাজকে মাদক, সহিংসতা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা অন্যতম হাতিয়ার। ভাটিখাইন ক্রিকেট স্পোর্টিং ক্লাব এই দিকটিতে ইতোমধ্যে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’
বক্তারা ক্রীড়ার পাশাপাশি আত্ম-সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটিখাইন ক্রিকেট স্পোর্টিং ক্লাবের সভাপতি ও বিএনপির নেতা মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়া একতা সংসদের সভাপতি কাজী নাজিম উদ্দিন, ভাটিখাইন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আশিকুল মোস্তফা তাইফু, ভাটিখাইন উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও সাংবাদিক এএইচএম কাউছার, আদর্শ সমাজ কল্যাণ সমিতির সদস্য বোরহান উদ্দিন, প্রবাসী লিটন, ব্যাংকার মো. সোহেল, সমাজসেবক মো. শহীদ, বিএনপির নেতা জমির ও রাজু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য এহসান উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ‘খেলাধুলার মাধ্যমে যুবকদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। এ জন্য এলাকাভিত্তিক এমন ক্রীড়া সংগঠনের বিস্তার সময়ের দাবি।’