চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আজ শনিবার(২৯ জানুয়ারি) সকালে নগরীর জিইসি এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত এই অভিযান কোভিড-১৯ করোনা ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি স্বাস্থ্য বিধি মেনে না চলায় ও গ্রাহকদের টিকা সনদ না দেখা রেস্টুরেন্টে খাবার পরিবেশন করায় জিইসি মোড়স্থ ৬টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।
রেস্টুরেন্টগুলোর মধ্যে পিজা হাটকে ৩ হাজার, দি গামবিয়া ফুডকে ২ হাজার, জামান মেজবানি রেস্টুরেন্টকে ৩ হাজার, বাসমতী রেস্টুরেন্টকে ৩ হাজার, হোটেল জামান এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার, লবিয়ত রেস্টুরেন্টকে ১ হাজার টাকা ও স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় একব্যক্তিকে ২ শত টাকাসহ মোট ১৫ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।