নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পরেও ইনজুরি টাইম দেওয়া হয় সেটাও প্রায় শেষ। স্কোর বোর্ডের অবস্থা ব্রাজিল ১ কলম্বিয়া ১। ম্যাচ ড্র হচ্ছে মনে করে মাঠে উপস্থিত দর্শকরা আসন ছেড়ে উঠতে শুরু করেছেন, আর ঠিক এমন সময় আক্রমণে যায় ব্রাজিল।
গ্রুপ বি এর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১০ মিনিটের মাথায় পিছিয়ে পড়েও ইনজুরি সময়ে ক্যাসেমিরোর হেড থেকে হওয়া গোলে ২-১ গোলের জয় পেয়েছে সেলেসাওরা গ্রুপের অপর আরেক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইকুয়েডর ও পেরু।
রিও ডি জেনিরোতে সান্তোসের মাঠে পরস্পরের মুখোমুখি হয় ব্রাজিল কলম্বিয়া। ম্যাচের ১০ মিনিটের সময় লুইস দিয়াসের দর্শনীয় বাই সাইকেল কিকে প্রথম লিড নেয় কলম্বিয়া। সমতায় ফিরতে ৭৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। রেনান লোদির ক্রস থেকে সেলেসাওদের সমতায় ফেরান বদলি স্ট্রাইকার রবার্তো ফিরমিনিয়ো। গোলের বিল্ড আপে রেফরির গায়ে বল লাগায় প্রবল আপত্তি জানায় কলম্বিয়া। কিন্তু সিদ্ধান্তে অটল ছিলেন রেফারি।
কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। প্রতিপক্ষের নাম কলম্বিয়া। রিও ডি জেনিরোর এস্টাডিও নিলটন সান্তোসে খেলতে নেমে নেইমাররা বুঝে গেছে ম্যাচটা মোটেও সহজ নয়। কারণ, প্রথমার্ধেই তারা পিছিয়ে রয়েছে ১-০ গোলে।