বিলাইছড়ি প্রতিনিধি: বিলাইছড়িতে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রনালয় অধীনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ কে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান সভাপতিত্বে উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সহকারী মেডিকেল অফিসার রনি সরকার ও থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী।
শুরুতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. হারুন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য অফিসের দায়িত্বপ্রাপ্ত সহকারী কর্মকর্তা, অনিল কুমার আসাম তোষক।
দিনব্যাপী এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস এবং বিলাইছড়ি উপজেলায় ৪ টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ যথাক্রমে (১,২,৩ ও ৪ নং)- সুনীল কান্তি দেওয়ান, অমর জীব চাকমা, বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ও আতুমং মার্মা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী, প্রথাগত নেতাসহ অন্যান্য কর্মচারী এ কর্মশালায় উপস্থিত ছিলেন।