খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদরের গাছবানে পারমীপুর অরণ্য কুটিরে ৪র্থ তম বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয় ।
শনিবার সকাল থেকে বৌদ্ধধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ দানোৎসবে উৎসবমুখর পরিবেশে পারমীপুর অরণ্য কুটিরে এই ধর্মীয় কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রাতরাশ, বুদ্ধপুজা, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, পঞ্চশীল প্রার্থনা, ধর্মীয় দেশনা ।
দুপুরে কঠিন চীবর ও কল্পতরু নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে । শোভাযাত্রাটি বিহারের চারপাশ প্রদক্ষিণ করে শেষ হয় । শতশত পুণ্যার্থীদের সুশৃঙ্খল পদচারণায় মূখর হয়ে উঠে বিহার প্রাঙ্গণ । বিহারের বাহিরে বসে ছোট মেলা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অতিথিদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয় ।
ডালিয়া চাকমা’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন দানোত্তম কঠিন চীবর দান উদযাপন কমিটির আহবায়ক ধীমান খীসার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ মর্যাদায়) এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ।
এমপি বলেন, আমাদেরকে শুধু শিক্ষিত এবং প্রতিষ্ঠিত হলে চলবে না । আমাদের সকলকে প্রকৃত মানবিক ও দানবিক গুণাবলীর অধিকারি হতে হবে । মানবিকরাই এই পৃথিবীর শ্রেষ্ঠ ধার্মিক । সুন্দর সমাজ গড়ার জন্য সুন্দর মনের মানুষ হওয়াটাই জরুরী । সেটা সমাজ কিংবা দেশের জন্য কল্যাণকর ভুমিকা পালন করবে ।’
তিনি আরো বলেন, বাংলাদেশ একটি শান্তির সম্প্রীতির দেশ । মুসলিম, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টানসহ আমরা সকলেই এদেশের শান্তিপ্রিয় নাগরিক । সকলেই এদেশের শান্তি সম্প্রীতির রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানান ।
বিশেষ অতিথির বক্তব্যে রুপনা চাকমা কণি বলেন, ‘সমাজ পরিবর্তনের জন্য আমাদের আগে প্রকৃত মানুষ হতে হবে । প্রকৃত মানুষ হতে হলে আমাদেরকে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ একেবারেই মন থেকে নির্মুল করা উচিত ।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম-মন্ত্রনালয় বিভাগের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র ট্রাস্টি রুপনা চাকমা কণি, উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ৪র্থ তম কঠিন চীবর দানর বিশিষ্ট দাতা কৃষ্ণ চন্দ্র চাকমা, মহালছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও ৪র্থ তম কঠিন চীবর দানের দাতা ইতি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, জেলা সমবায় বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা ও অন্তরা খীসা ।
অনুষ্ঠানের তেতুল তলা অগ্র মৈত্রী ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত তেজবংশ মহাস্থবির ও পারমীপুর অরণ্য কুটিররের অধক্ষ্য ভদন্ত ভদন্ত শীলা রক্ষিত, নির্বাণগিরি অরণ্য কুটিরের ভদন্ত চন্দ্র কীর্তি চাকমা ও পারলীয়া বনভাবনা কুটিরের ভদন্ত সুগত বংশ মহাস্থবিরসহ জেলার বিভিন্ন ভাবনা কেন্দ্র ও কুটিরের ভিক্ষুরা উপস্থিত ছিলেন ।
দুপুরে বিভিন্ন ভাবনা কেন্দ্র ও কুটিরের বৌদ্ধ ভিক্ষুদের দের্শনা দিয়ে মেষ হয় । সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্বলন করা হয় ।
















