চট্টগ্রাম : সায়োনি’জ ওয়ার্ল্ডের উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ৩৬৫ বছর শীর্ষক এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। এছাড়া সায়োনি’জ ওয়ার্ল্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ তানভীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জয়সহ বিভিন্ন পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠা্েন শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম বারো আউলিয়ার পবিত্র ভূমি এবং প্রাচ্যের রানি হিসেবে সুপরিচিত। পাহাড়, সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বন্দরনগরী শুধু অর্থনৈতিক রাজধানী নয়, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ।”
“ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো অকুতোভয় বিপ্লবীর জন্ম এই চট্টগ্রামে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধের সূচনা করেন। জব্বারের বলী খেলা আজ বিশ্ব দরবারে চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় বহন করছে। আমাদের এই গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।”
মেয়র আরও বলেন, “চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গবেষণা ও চর্চা বাড়াতে হবে। এ ধরনের আয়োজন নগরের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখবে।”
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট গুণীজনদের আজীবন সম্মাননা দেওয়া হয়। নৃত্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান মুনমুন আহমেদ এবং সংগীতে সম্মাননা দেওয়া হয় সুজিত মোস্তফাকে।
এছাড়া আজীবন সম্মাননায় ভূষিত হন কানিজ আলমাস খান, ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান এম. কামাল চৌধুরী, শৈল্পিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমদ, মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. হালিমুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাসুদ চৌধুরী এবং রাবার বোর্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামাল উদ্দিন।
















