ঢাকা: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোর কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় জাহাঙ্গীর আলম বলেন, ‘ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত আসামিদের ধরিয়ে দিতে পারলে তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি ক্রিটিক্যাল কনডিশনে আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহই দিলে উনি আবার ফিরে আসতে পারবে।’
‘জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৈঠকে শরিফ ওসমান হাদিসহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা বিশেষ গুরুত্ব পেয়েছে।’
তিনি জানান, সাম্প্রতিক হামলাগুলো জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ ধরনের হামলা কঠোর হাতে দমন করবে এবং দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের অস্ত্র ফেরত দেয়া হবে। একই সঙ্গে নির্বাচনপ্রার্থীরা চাইলে ব্যক্তিগত অস্ত্র রাখার অনুমতি দেওয়া হবে। নিরাপত্তা জোরদারে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘তারেক রহমানের নিরাপত্তার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, তা আমরা দেব। তার নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই।’
















