মো.আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি:
আজ শনিবার (৬ নভেম্বর) ৫০তম জাতীয় সমবায় দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে— ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। জাতীয় সমবায় দিবস সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সাড়া দেশের ন্যায় চন্দনাইশেও ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ ৬ নভেম্বর সকালে উপজেলা কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠের সামনে জাতীয় সমবায় পতাকা উত্তোলন ও র্যালির মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা, থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সরকার। স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ হাবিবুল্লাহ।
আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাজা আজমীর অটো বিক্সা মালিক সমিতির সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকাজী সাইফুল ইসলাম জীবন, সভাপতি দোহাজারী প্রবাসী ক্লাব, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন সহ সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
















