জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষে সফল সমবায়ী হিসেবে সম্মাননা পেয়েছেন দি চিটাগং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোহাম্মদ জামাল উদ্দিন।
আজ (৬ নভেম্বর) শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে বিভাগীয় সমবায় দপ্তর আয়োজিত দিবসটির অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও সিটি করপোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। ৫০তম জাতীয় সমবায় দিবসের অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।
বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল হোসেন ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ডঃ মোঃ বদিউল আলম।
সফল সমবায়ীর সম্মাননা ক্রেস্ট গ্রহণকালে জামাল উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন তার সংগঠনের নির্বাহী সদস্য অরুণ কান্তি মল্লিক।
















