নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় একটি ধানের ক্ষেত থেকে মো.ফাহিম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সড়কের পাশে ধানের ক্ষেতে স্থানীয় লোকজন যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে সুরতহাল রির্পোটের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, লাশটি ধান ক্ষেতের পানির ভিতর উপুড় হয়ে পরে ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার মৃত্যু হয়।ওই যুবকের বাড়ি পার্শবর্তী কর্ণফুলী উপজেলায়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
















