নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর সোয়ারিঘাটে একটি জুতা কারখানায় আগুনে মারা গেছেন ৫ শ্রমিক। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার সামনে রাখা ড্রামের রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দ্বিতীয়তলা কারখানার ওপরের তলায় ৭ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন।
তাদের মধ্যে দুইজন লাফ দিয়ে বের হতে সক্ষম হন। আহত এই দুইজন চিকিৎসাধীন আছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দগ্ধ হয়ে নয়, বিষাক্ত ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন সবাই। নিহতদের কারও পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
তবে ফায়ার সার্ভিসের ধারণা মারা যাওয়া সবাই কারখানার শ্রমিক।
















