হাটহাজারী প্রতিনিধি :
চলতি মাসের ২৮ তারিখ তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাটহাজারী উপজেলার ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এতে অসম্পূর্ণ তথ্য, ঋণখেলাপীসহ নানা অসঙ্গতির কারণে মনোনয়ন পত্র বাতিল হয়েছে ২০ প্রার্থীর।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসে এই যাচাই-বাছাই কালক্রম চলে বিকাল ৫ টা পর্যন্ত।
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, উপজেলার ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হলেন ৫৭ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী ৫১৮ ও সংরক্ষিত আসনে প্রার্থী হলো ১০৩।
বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই এর শেষ দিনে বাদ পড়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী ও ১৪ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, ১১ নাম্বার ফতেপুর ইউনিয়ন পরিষদের ইসলামি ফ্রন্টের মনোনিত দলীয় প্রার্থী মো. সেকান্দর মিয়া, (ঋণখেলাপীর জামিনদার), ৩ নাম্বার মির্জাপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী ইসলামি আন্দোলনের দলীর মনোনিত মো. ওসমানগনী, (ঋণখেলাপী), ৯ নাম্বার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উম্মে কুলসুমা, (মনোনয়নপত্রে তথ্য অসম্পূর্ণ), ৮ নাম্বার মেখল ইউনিয়নে ইসলামি আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী কাজী মোহাম্মদ নাছির উদ্দীন, (মনোনয়নপত্রে তথ্য অসম্পূর্ণ)।
সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ফতেপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বেশিভাগ ওয়ার্ডের প্রার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি করার কারণে মনোনয়ন পত্র বাতিল করা হয়। তারা হলেন, ১ নাম্বার ওয়ার্ডের কাউছার, মো. রফিক, ওই ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডে তাজউদ্দীন, শুক্কুরমিয়া, মো. হোসেন, মো. সুমন, ৩ নাম্বার ওয়ার্ডের রাশেদুল আলম, জগির। সংরক্ষিত আসনের প্রার্থী (ফতেপুর) সীমা পারভিন ঝর্ণা, চিকনদন্ডী ইউনিয়নের উর্মিলা সেন (সংরক্ষিত আসন) ৭ নাম্বার ওয়ার্ডের সৈয়দ মোহাম্মদ হোসাইন, আজিম উদ্দিন, গুমানমদ্দন ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের রাশেদুল ইসলাম ও দ্বীন মোহাম্মদ, দক্ষিণ মার্দাশার ৫ নাম্বার ওয়ার্ডের আহমদ উল্লাহ্, ছিপাতলী ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মো. নাসিম উদ্দিন।
বাতিলকৃত চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে প্রার্থীরা ৩ দিনের মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ।
















