ভারতে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতি এ তথ্য জানিয়েছে।
বিবৃতির তথ্যমতে, ‘প্রতি লিটার পেট্রোলে শুল্ক কমানো হয়েছে ৫ রুপি এবং লিটারপ্রতি ডিজেলে শুল্ক কমানো হয়েছে ১১ রুপি।’ আজ ভোর থেকেই তা কার্যকর হয়েছে।
এদিকে ভারতে পেট্রোল-ডিজেলের দাম কমলেও বাংলাদেশে ডিজেল-কেরোসিনের দাম বেড়েছে। ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটারে ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। অর্থাৎ লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে।
















