করোনার হটস্পট ব্রাজিল। সেখানেই বসেছে কোপা আমেরিকার আসর। এরমধ্যে পাঁচটি দলেই হানা দিয়েছে করোনা। এর মাঝে টিম হোটেলে নরসুন্দর ডেকে নতুন বিতর্কে জড়িয়েছে চিলি। ব্রাজিলের কুইবায় হোটেলে রয়েছে দলটি, সেখানেই ভেঙেছেন করোনার বিধিনিষেধ।
রবিবার চিলির ফুটবল সংস্থা বিবৃতিও জানিয়েছে, আমরা জানতে পেরেছি কোপা আমেরিকায় অংশ নেওয়া ফুটবলাররা করোনা বিধি ভঙ্গ করেছে। ওই নরসুন্দর করোনা নেগেটিভ হলেও তাকে টিম হোটেলে আনা একদমই উচিৎ হয়নি ফুটবলারদের।
সংস্থাটি আরও জানিয়েছে, ঠিক কত জন ফুটবলার নরসুন্দরের সংস্পর্শে এসেছিলেন সেটা জানা যায়নি। এর জন্য দোষী প্রমাণিত হওয়াদের জরিমানা করার কথা রয়েছে।
তবে চিলির সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল, দলটির মিডফিল্ডার আর্তুরো ভিদাল এবং ডিফেন্ডার গ্যারি মেডালকে দেখা যায় এক ব্যক্তিকে নিয়ে হোটেলে প্রবেশ করতে। কিন্তু ওই ব্যক্তির হোটেলে প্রবেশের অনুমতি ছিল না।
সন্দেহ আরও জোরালো হয়েছে, গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’জন খেলোয়াড়ের চুলের নতুন স্টাইলের ভিডিও প্রকাশ করায়। যদিও তারা দুজনে এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
ঘটনাটি নিয়ে চিলির গোলকিপার ক্লদিয়ো ব্রাভো বলেছেন, “আমরা সবাই এই ঘটনার দায় নিচ্ছি। মহামারির এমন পরস্থিতিতে আমাদের এমন কর্মকাণ্ড জীবন নাশের ঝুঁকি বাড়ায়।”
অন্যদিকে চিলির কোচ মার্তিন লাসার্তে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গুরুতর ভুল করে ফেলেছেন দলের ফুটবলাররা।