নিউজ ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে শাহ মাহমুদ (৩৭) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে ৩টায় রাজধানীর দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকা থেকে থাকে গ্রেপ্তার করেন।
এসময় তার কাছ থেকে বিভিন্ন প্রকার অপপ্রচারমূলক পোস্টের কপি, একাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং দুই লক্ষ বাংলাদেশী জালনোট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাহ মাহমুদ যুক্তরাজ্য বিএনপির সহকারী প্রচার সম্পাদক এবং লন্ডন বিএনপি’র প্রচার সম্পাদক মোহাম্মদ মঈনুল ইসলামের ছোট ভাই। তার পিতার নাম মৃত জহুরুল ইসলাম। বাড়ি রাজধানী ঢাকা।
র্যাব সূত্র জানায়, মাহমুদ রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের সক্রিয় সদস্য ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
জানা যায়, এমনকি এ চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচারের সাথে যুক্ত রয়েছেন। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে তারা এ ধরনের অপপ্রচারে জড়িত।
র্যাব ১ এর এএসপি নোমান আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে একটি চক্র দেশ/বিদেশে অবস্থান করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। বিদেশে অবস্থানকারী সদস্যরা দেশীয় এজেন্টদের সাথে যোগসাজশে এমন অপকর্ম চালাচ্ছে।’
তিনি আরো বলেন, র্যাব ফোর্সেস সাইবার পেট্রোলিং এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ধরনের অপপ্রচার এবং তার নিকটাত্মীয় যারা বাংলাদেশে বসবাস করছে তাদের গতিবিধি দীর্ঘদিন যাবত পর্যবেক্ষণ করে আসছিলো। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে শাহ মাহমুদ কে আটক করা হয়।’
র্যাব জানায়, গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
















