ময়মনসিংহে ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন চবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ছাত্র তৌহিদুল ইসলাম (২৪) ও তার বড়ভাই ফিরোজ মোর্শেদ (৩৫)। তারা জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিসিএস পরীক্ষা অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন চবির শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।
এছাড়া তার ভাই ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকসে চাকরি করতেন।
পুলিশ জানায়, সকালে দুই ভাই মোটরসাইকেলে গাজীপুর নয়পুর থেকে গ্রামের বাড়ি জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিলেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা নামক স্থানে তাদের মোটরসাইকেলে একটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।
















