ওবাইদুল আকবর রুবেল,ফটিকছড়ি প্রতিনিধি:
আগামী ১১ নভেম্বর আসন্ন ফটিকছড়ি উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়ি নির্বাচন কার্যালয়ের আয়োজনে প্রিজাইডিং কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা, আইনশৃঙ্খলা ও প্রার্থীদের সাথে মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে।
সোমবার (০১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের শফিক নূর মওলা হলে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে এ সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির এর ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম, আনসার ভিডিপি চট্টগ্রাম জেলা কমান্ডেট আশরাফ হোসেন সিদ্দিক, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম , ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান , ফটিকছড়ি থানা ওসি রবিউল ইসলাম, ভূজপুর থানা ওসি আছহাব উদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন নির্বিগ্ন ও সুষ্ঠু করতে সততা এবং বিচক্ষণতা দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহবান জানান। এছাড়াও নির্বাচন চালাকালীন সময়ে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক, আপ্যায়ন গ্রহণসহ ভোটারদের মধ্য থেকে আপত্তি আসে এমন কাজ থেকে বিরত থাকতে সতর্ক করেন।
















