মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি:
দক্ষ যুব গড়বে দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে জাতীয় যুব দিবসের কর্মসূচি।
এ উপলক্ষে (১ নভেম্বর) সোমবার বিকালে বান্দরবান ডিস্ট্রিক পলিসি ফোরাম এর আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) লুৎফর রহমান,সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু মারমা, স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা উপ- পরিচালক ডাঃ অংচালু, ডিস্ট্রিক পলিসি ফোরামে সভাপতি অংচমং মারমা সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা,বিভিন্ন সংগঠনের গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে একমাত্র দেশের যুব সমাজ।
পরিবার, সমাজ, দেশ ও জাতীর জন্য যুব সমাজ একটি বিরাট সম্পদ। এই সম্পদকে যাতে প্রকৃত সম্পদ হিসেবে গড়ে তোলা যায় তার জন্য সরকারের মহাপরিকল্পনা আছে।
একটি সমাজকে সুন্দর ভাবে গড়ে তোলার জন্য চাই আত্মনির্ভরশীল যুব শক্তি। দেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে বর্তমান সরকার ইতিমধ্যে বিভিন্ন সেক্টরের জন্য নানামুখী যুব প্রশিক্ষণের ব্যাবস্থা ও প্রশিক্ষণ গ্রহনের পর আত্মনির্ভরশীল হওয়ার জন্য সল্প ও দীর্ঘ মেয়াদি আর্থিক অনুদান,সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো বলেন আর কোন যুবক যুবতী বেকার না থাকে এবং সমাজের জন্য বোঝা না হয়। সেই লক্ষে যুব সমাজকে কারিগরীভাবে প্রশিক্ষিত করে সম্পদে পরিণত করতে হবে। এতে করে প্রশিক্ষিত যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি সহজতর হবে। তাই নিজের কর্মসংস্থানের পাশাপাশি দেশের উন্নয়নের স্বার্থে যুবসমাজের এগিয়ে আশা উচিত।
















