স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীতে গাঁজাসহ জুলেখা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ ।
সোমবার বিকেলে নগরীর কোতোয়ালি গোয়ালপাড়া এলাকায় একটি বাসা থেকে তাকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।
আটক জুলেখা বেগম (৩২) মহেশখালী কালামারছড়া ইউনিয়নের অফিস পাড়া গ্রামের মো. রবিউলের স্ত্রী। সে বর্তমানে নগরীর তুলাতুলী অরুপের কলোনিতে বসবাসরত।
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অপারেশন দল শহরের গোয়ালপাড়া এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ কেজি গাঁজাসহ জুলেখা বেগম (৩২), কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলেখা জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মামলা রুজু করা হয়েছে।
















