কক্সবাজারের ঈদগাঁওতে পানি ভর্তি বালতিতে পড়ে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকাল দশটায় ঈদগাঁও ইউনিয়নে মধ্যম মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুপুত্র আরমান ওই এলাকার এরশাদুল হকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইউপি সদস্য বজলুর রহমান। তিনি জানান, শিশুটি খেলা করতে করতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির গোসল খানায় পানি ভর্তি বালতিতে পড়ে যায়।
খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির লোকজন আরমানকে গোসল খানার বালতি থেকে উপুড় অবস্থায় উদ্ধার করে। দ্রুত স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
















