চট্টগ্রাম নগরীর বায়েজিদে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শামসুল আলম (৬৮) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার (১ নভেম্বর) দপুর ২টায় শেরশাহ বাংলাবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি জানান, আজ দুপুর ২টায় শেরশাহ বাংলাবাজার মোড়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী শামসুল আলম গুরুতর আহত হন।
এসময় স্থানয়ীরা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
















