চট্টগ্রাম নগরীর খুলশী থানার সেগুনবাগিচা এলাকায় দুইটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রবিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, খুলশী থানার সেগুনবাগিচা এলাকায় দুইটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরো জানান, দোকানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ২টি দোকানের প্রায় ৮০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৫ লাখ টাকার মালামাল।
















