শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান পদ্ধতি প্রদর্শন ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে ভোটার, প্রার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাইদুর রহমান।
সভায় জানানো হয়, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট প্রদান সহজ ও নির্ভরযোগ্য। এটি হ্যাকিংয়ের কোন সুযোগ নেই। এছাড়া এটির মাধ্যমে জালভোট দেয়া, কেন্দ্র দখল করে ভোট প্রদান, একজনের ভোট অন্যের দেওয়ারও কোন সুযোগ নেই।
বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম।
এতে বক্তব্য রাখেন রামগড় থানার ওসি সামসুজ্জামান, ৪৩ বিজিবির প্রতিনিধি নায়েক সুবেদার ঠানডুমিঞা, আনসার কর্মকর্তা আবুল কালাম প্রমুখ।
প্রসঙ্গত, তৃতীয় ধাপে আগামী ২ নভেম্বর রামগড় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে পৌরসভার ৯টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
















