নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৫০৬টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০. দশমিক ৫৩ শতাংশ। আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে তিন জনের বাড়ি রাউজানের ২ জন, হাটহাজারী ১জনের ও পটিয়া উপজেলায় একজনের বাড়ি বাকিদের বাড়ি নগরে জানা গেছে।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১লাখ ২ হাজার ১৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭৩ হাজার ৯১৫ ও ২৮ হাজার ২২১ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৭২১ ও উপজেলা পর্যায়ের ৫৯৫ জনসহ মোট এক হাজার ৩১৬ জন মারা গেছেন।
প্রসঙ্গত চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
















