সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী’মোহাম্মদ মেজবাউল আলমকে মারধর করে মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এদিকে শামসুল আলম দিদার আসন্ন উপজেলার সদর ইউনিয়ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পান। অপরদিকে সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মেজবাউল আলম নিজেকে চেয়ারম্যান পদে ‘স্বতন্ত্র প্রার্থী’ ঘোষণা দেন।
জানা গেছে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কৃষক লীগ নেতা মেজবাউল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি মনোনয়নপত্র জমা দিতে যান। নির্বাচন অফিসের সামনে আসার পরই আওয়ামী লীগের দলীয় প্রার্থী শামসুল আলম দিদারের সহযোগী ইকবাল, নোমানসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ মেজাবাউল আলমকে মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নেন। এ নিয়ে মেজাবাউল আলম থানায় ও নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলেন জানা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. ফারুক হোছাইন বলেন, ‘এ ধরণের ঘটনা সম্পর্কে প্রার্থী কোন লিখিত অভিযোগ দেয়নি। নির্বাচন অফিসের বাহিরে এ ধরণের ঘটনা ঘটলে আমাদের কিছু করার নাই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এ ব্যাপারে মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন বিষয়টি নিয়ে এখনো আমাদের কাছে কেউ কোনো ধরনের অভিযোগ দেননি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ১১ নভেম্বর উপজেলার ১৬টি ইউপিতে নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর।
















