চট্টগ্রাম সদরঘাটের শতবর্ষী কালী মন্দিরে চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে দুই ভরি চার আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
সোমবার (১০ নভেম্বর) কোতোয়ালী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
এর আগে রোববার (৯ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার ও দুই চোরকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে মন্দিরের টিনের চালের ওপর উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে চোরেরা। এরপর তারা প্রতিমার চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট এবং দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়।
চুরি করা স্বর্ণালংকার বিক্রির উদ্দেশ্যে চোর চক্রের এক সদস্য নগরের কাট্টলী এলাকার একটি স্বর্ণের দোকানে গেলে দোকানির সন্দেহ হয়। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই চোরকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাট্টলী ওভার ব্রিজের নিচ থেকে কয়েকটি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
আবদুল করিম বলেন, ‘রোববার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।’
চুরির ঘটনার ঘণ্টাখানেক পরই মন্দির কর্তৃপক্ষ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ দ্রুত দুই চোরকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে বলে জানান আবদুল করিম।
















