চট্টগ্রাম সিটির বাকলিয়া থানা পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে সিটির কোতোয়ালী ও চান্দগাঁও এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতারা করে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত দুই আসামি হলেন বাকলিয়া থানাধীন ডাইলবাড়ির মিয়াখান নগর এলাকার মহসিন খানের ছেলে মো. মানিক খান ওরফে মানিক্যা এবং একই এলাকার মো. সিরাজের ছেলে মো. ইউনুছ।
মো. ইফতেখার উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত ওই দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
















