চট্টগ্রামসহ সারাদেশে জামায়াত-শিবির ও বিএনপির পরিকল্পিত নাশকতার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষােভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় নগরের স্বধীনতা কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো: নুরুন নবী সাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল আলম শহিদ এর সঞ্চালনায় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাট মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, থানা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল হাকিম ফয়সাল, সহ সভাপতি আবু সাঈদ মুন্না,
চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম, সাখাওয়াত হোসেন অভি, লুৎফে আজিম রেনেসা, মহসিন ফয়সাল, ওসমান গনি সৌরভ, আব্দুল্লাহ ফয়সাল, জুনায়েদ হোসেদ জামি, মিনহাজ উদ্দিন ঝুমন, শাহাদুল হোসেন আবিদ, কাজী তফসির, আমিনুল ইসলাম রোহান, আফতাপ উদ্দিন, তাহসিন, মোঃ এজান।
এ সময় থানা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পিত ষড়যন্ত্রে রাতের আঁধারে সনাতনী মণ্ডপে সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে দেশব্যাপী বিভিন্ন জায়গায় নিরীহ মানুষের ঘরবাড়ি উপাসনালয়, দোকান-পাটে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে জামায়াত শিবির বিএনপির সন্ত্রাসীরা।’
এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের। উগ্রবাদী জঙ্গি রাষ্ট্র বানানোর স্বপ্ন কোন দিন সফল হবে না।
















