চট্টগ্রামের বেস্ট ই কমার্স প্লাটফর্ম এ নিয়ে ৪র্থ বারের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করে “বিইসিপি মিনি এক্সপো- ২০২১”।
আজ শনিবার চিটাগং লাউঞ্জে উদ্যােক্তাদের মিলনমেলায় পরিণত হয় এই মিনি এক্সপো।
উদ্যাক্তাদের ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করে এডমিন প্যানেল। মেলায় মোট ২৫ টি স্টল রাখা হয়। তার মধ্যে রয়েছে কাপড়, প্রসাধন সামগ্রী, খাবার, অর্গানিক খাবার, ঘরসজ্জার সামগ্রী, স্কিন কেয়ার, জুতা, জুয়েলারী, ইন্টেরিয়র সহ ভিন্ন সামগ্রীর স্টল।
করোনার পরিস্থিতির চিন্তা করে স্টল হোল্ডার থেকে পরিদর্শক যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে মেলায় কেনাকানা করতে দেখা যায়। করোনা ও ভ্যাবসা গরমের দীর্ঘদিন পর বাইরে বের হতে পেরে দর্শনার্থীদের মধ্যে দেখা যায় সন্তুষ্টি।
মেলা পরিদর্শনে আসা রামানী আরফা বলেন, “অনেকদিন পর বাসা থেকে বের হয়ে খুব ভালোই লাগছে। আমি নিজেও একজন উদ্যােক্তা। বিইসিপি তে এক্টিভ আছি অনেকদিন ধরে। বিইসিপির মিনি এক্সপোতে এসে খুব ভালো লাগছে এটা দেখে যে আমাদের সমাজে নারীরা আর পিছিয়ে নেই। তারাও চেষ্টা করে করে যাচ্ছে সমাজে সুন্দরভাবে প্রতিষ্টিত হতে। মেলা ঘুরে দেখলেই বুঝা যায়। পুরুষদের তুলনায় নারীরাই উদ্যােক্তা হওয়া এবং অনলাইন জগতে এসে নিজেদের কাজ কে এগিয়ে নিয়ে যেতে বেশ তৎপর।”
মেলায় নওরীন’স হোমমেইড স্টলের স্বত্বাধিকারী
নওরীন নূর বলেন,” মেলায় স্টল দিয়ে আমার নিজেরও অনেক ভালো লাগছে। আমি মনে করি নতুন উদ্যেক্তা রা এসব ফেয়ারে অংশগ্রহনের পর তারা নতুন মানুষদের সাথে পরিচিত হতে পারে যার ফলে তারা নতুন ক্রেতা ও পায়। তাছাড়া এসব ফেয়ারের কারণে উদ্যেক্তারা তাদের পণ্য গুলো সবার সামনে উপস্থাপন করতে পারে, এতে তাদের বিজনেসের উপর সবার একটা আস্থা জন্ম নেয়। তাদের পেইজের পণ্য কেমন তা নিয়ে ক্রেতা সাধারণ সরাসরি ধারণা নিতে পারেন।
তাই নতুন উদ্যেক্তাদের জন্য এই ফেয়ারগুলোতে অংশগ্রহণ করা একটি বিরাট সুযোগ তাদের ব্যবসার প্রসার বাড়াতে।”
বিইসিপির এডমিন প্যানেলের পক্ষ থেকে এডমিন তানিয়া ইসলাম জানান, ” আমাদের বিইসিপি গ্রুপের যারা অনেকদিন ধরেই অনলাইনে কাজ করছেন, তারা তাদের পন্যগুলোকে সামনা সামনি উপস্থাপন করার জন্য কোন সুযোগ পাচ্ছিল না। যার কারনে আমরা বিইসিপি গ্রুপের পক্ষ থেকে এই অফলাইন ভিত্তিক মেলার আয়োজন করি যেন, ক্রেতাগন সামনা সামনি তাদের পন্যসমুহ দেখার সুযোগ পায়, তাদের মাঝে বিশ্বস্ততা বাড়ে, ও সে সাথে স্টলদাতা উদ্যােক্তাদের পেইজ গুলোকে অথেনটিক হিসেবে তারা অন্যদের সাথেও যেন পরিচয় করিয়ে দিতে পারে।”
তিনি আরো বলেন, “ভবিষ্যতে আরো বড় পরিসরে মেলার আয়োজন করার ইচ্ছে আছে আমাদের। আমরা চেষ্টা করছি অনলাইন জগতে নতুন উদ্যােক্তাদের আগ্রহ বাড়িয়ে তাদের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টাকে আরো সহজ করে দিতে। আশা করছি আমাদের গ্রুপ মেম্বারগণ ও আমাদের পাশে থেকে সমানভাবে আমাদের সাপোর্ট করে যাবে।”
















