মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ: সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ নিয়ে ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এ শ্লোগানকে সামনে রেখে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বসবাসরত ০-১ বছর বয়সের শিশুদের ‘গণ জন্ম নিবন্ধন কার্যক্রম’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দিনব্যাপী দোহাজারী পৌরসভা কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় শিশুদের জন্ম সনদ প্রদানের পাশাপাশি শিশুর পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন না থাকলে একইদিন তাদেরও জন্ম নিবন্ধন সম্পন্ন করা হয়।
এব্যাপারে দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এটাকে আরও কার্যকরী করার জন্য ০-১ বছর বয়সের শিশুদের জন্ম নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। যাতে সাধারণ মানুষ আরও উদ্বুদ্ধ হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার সচিব (অ.দা.) মোহাম্মদ মহসিন, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য যথাক্রমে- মো. শাহ্ আলম, এসএম জামাল উদ্দিন, ইস্কান্দর মিয়া, নাজিম উদ্দিন, মো. ইয়াছিন, পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন হিরু, যুবলীগ নেতা বন্ধন বড়ুয়া, পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামাল হোসেন প্রমূখ।
















