সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সম্প্রতি সংগঠনের কেবিনেট সভায় একজন অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহায়তা করা হয়েছে।
প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় এবং বর্তমান সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপপীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক প্রকৌশলী মোমিনুল হক।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রয়াসের প্রধান উপদেষ্টা লায়ন হুমায়ূন কবির, সিনিয়র উপদেষ্টা প্রকৌশলী এএম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন এসকে নন্দী, জিকে লালা, মো. মোহছেন আলী মহসীন, প্রধান পরিচালক মহসীন উল কাদের, পরিচালক চৌধুরী সাহাদাত হোসেন, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, সারিস্থ বিন্তে নুর, আবছার উদ্দিন অলি, খালেদা আক্তার চৌধুরী, আজীবন সদস্য সুবর্ণা দে, শফিকুল ইসলাম চৌধুরী, মো. আক্কাস উদ্দীন, প্রয়াস শুভাকাঙ্খী নাসরিন হক, এডভোকেট রেহেনা বেগম রানু, মো. আলতাফুর রশীদ বাবু, রফিউল কাদের, হোসনী মোবারক জিকু।
অনুষ্ঠানে স্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুভাষ সরকার, জাহেদুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খাঁন আসিফ, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান, মো. ইসমাইল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাহির আসেফ বাবু, সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুল হক মিনার, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, পরিকল্পনা সদস্য সোহরাবুল আলম সৌরভ, আপ্যায়ন সম্পাদক খোরশেদ আলম, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কার্যকরী সদস্য আবু শাহাদাত মো. সায়েম, মো. সাকিবুর রহমান, মোরশেদ আলম, রুবায়েত রশীদ, অলিউল্লাহ খাঁন, তাওসিফ তাসওয়ার হোসেন তাবিব, মাইসা ইসলাম চৌধুরী, আবতাহী ইবনাত তাছবীহ, ওয়াজিহা রুহানা চৌধুরী, মীর তাফহীম কাদের, হাসান ইহলান চৌধুরী, আতিকুল ইসলাম আবির ও অফিস সচিব মোসলেম উদ্দিন।
মোমিনুল হক বলেন, ‘প্রয়াসের এই মহতী উদ্যোগকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
















