বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ এবং সিপিপি’র ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বান্দরবান পার্বত্য জেলার সার্বিক সহযোগিতায় ১৩ই অক্টোবর বুধবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভুমিকম্প ও অগ্নিকাণ্ডে করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহোড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যগন বিভিন্ন কশরতের মাধ্যমে আগত অতিথি ও দর্শনার্থীদের উদ্দেশ্যে নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সকলকে দেখিয়েছেন কিভাবে দুর্যোগ কালিন সময়ে, ভুমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় দ্রুততম সময়ে তা নিয়ন্ত্রণে এনে জান মালের ক্ষতি কমানো যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান এর মহড়া শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সিভিল সার্জেন,ডাঃ অংসুইপ্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার সহ জেলা নির্বাহী ম্যাজিট্রেট এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে আরো জনসচেতনতা বাড়াতে হবে।
পার্বত্য বান্দরবান পাহাড়ি এলাকা হওয়ার কারনে অনিয়ন্ত্রিত ভাবে পাহাড় কাটার ফলে প্রতিনিয়তই দুর্গম পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে,এক্ষেত্রে যারা পাহাড়ের পাদদেশে বাড়ি বা স্থাপনা নির্মাণ করবেন অবশ্যই বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ করতে হবে।
তাছাড়া বাড়ি নির্মাণের পর অবশ্যই বজ্রপাত নিরোধক ব্যাবস্থা স্থাপন করতে হবে।
বক্তারা আরো বলেন প্রতিটি ব্যাবসা প্রতিষ্ঠান ও বড় বড় স্থাপনা গুলোতে অগ্নি নিরোধক ফায়ার এক্সটেনশন ব্যাবস্থা রাখা খুবই জরুরী।জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আপদকালীন সময়ে দ্রুত প্রশমন করা সম্ভব বলে মন্তব্য করেন আলোচনা সভায় আগত অতিথি বৃন্দ।
















