আইএফআইসি ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার ৭৩ কোটি ৩৬ লক্ষ ২০ হাজার ৫১৫ টাকার ঋণ খেলাপি মামলায় চিটাগাং ইস্পাত লিমিটেডের মালিক হারুনুর রশিদ ও তার স্ত্রী আনজুমান আরা বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আইএফআইসি ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার ৭৩ কোটি ৩৬ লক্ষ ২০ হাজার ৫১৫ টাকার খেলাপি ঋণ আদায়ের মামলায় করেন। মামলা নম্বর ১৩১/১২।
এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০১৮ সালের ৩১ অক্টোবর রায় দেন। পাওনা টাকা আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৯ সালের ৪ জুলাই অর্থ জারি মামলা করেন।
অর্থ জারি মামলা নম্বর ২৩২/১৯।
চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, ৭৩ কোটি ৩৬ লক্ষ ২০ হাজার ৫১৫ টাকার ঋণ খেলাপি মামলায় চিটাগাং ইস্পাত লিমিটেডের মালিক হারুনুর রশিদ ও তার স্ত্রী আনজুমান আরা বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেন আইএফআইসি ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখা।
মঙ্গলবার (১২ অক্টোবর) আদালত তা মঞ্জুর করেন, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
















