সিটি করপোরেশনের আওতাধীন কয়েকটি বৈদ্যুতিক পোল থেকে তার চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে নগরের খুলশী থানার মহিলা কলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-মো.লোকমান হোসেন (৩৩) ও মো.তারেক (২৫)।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, চসিকের কয়েকটি বিদ্যুতের পোল থেকে তার চুরি নিয়ে যাওয়ার সময় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে তার কাটার সরঞ্জামাদি ও কাটা বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
















