কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থেকে অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
চাকমারকুল ২১ নম্বর ক্যাম্প বি-৭ ব্লকের ৪৫৮ বাসা থেকে রোববার (১০ অক্টোবর) রাত ১টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মো. হারেছ (৩৫) ও মো. ফাহেদ (২০)। তারা দুজনই চাকমারকুল ক্যাম্পের বাসিন্দা মো. আইয়ুবের ছেলে।
১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম সোমবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সূত্রে জানা যায়, চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন রোহিঙ্গা প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সদস্যরা বি/৭ ব্লকে অভিযান চালান।
অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হারেছ ও ফাহেদকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি একনলা একটি বন্দুক উদ্ধার করা হয়।
এসপি তারিকুল আরও জানান, আটক হারেছ চলতি বছরের চাকমারকুল ক্যাম্পে নুর হাকিম হত্যা মামলার প্রধান আসামি।
















