কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ (মাদক) সহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ১ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন হাবিবপাড়া আসামীর নিজ বসতবাড়ীতে অভিযান চালিয়ে টেকনাফের নাজিরপাড়া এলাকার মৃত আতিকুর রহমানেন ছেলে মোঃ ইদ্রিস (৪০) কে গ্রেপ্তার করে।
এসময় তার হেফাজত থেকে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (মাদক)যার আনুমানিক মূল্য ৫,২০,০০,০০০/- (পাঁচ কোটি বিশ লক্ষ) টাকা, উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে টেকনাফ থানার ওসি জানিয়েছেন।
















