কোপা আমেরিকায় জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল। অন্যদিকে গোল করা ও করানোর ধারা অব্যাহত রাখলেন ব্রাজিলের নেইমার। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে পেরুর বিরুদ্ধে ৪-০ গোলের দাপুটে জয় পেল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে ৬ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার এ গ্রুপের শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হল ব্রাজিল। সর্বশেষ স্থানে অবস্থান করছে পেরু।
কোপা আমেরিকার গ্রুপ ‘এ’-এর ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার ৪-০ গোলে জিতেছে ব্রাজিল। রিও ডি জেনেরিওর এস্তাদিয়ো অলিম্পিকো নিল্টন সান্তোসে প্রথমার্ধে অ্যালেক্স সান্দ্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল যোগ করেন নেইমার, এভারটন ও রিচার্লিসন। এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল তিতের দল।