বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরও প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি করোনায় মোট মৃত্যু হলো ৪৫ লাখের কাছাকাছি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ২১ কোটি ৬১ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে।
দৈনিক প্রাণহানির শীর্ষে আবারও যুক্তরাষ্ট্র। শুক্রবার ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ১ লাখ ৮৬ হাজারের বেশি নতুন করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, মেক্সিকোতে করোনায় প্রাণ গেছে আরও ৮৩৫ জনের। ৮শ’র মতো মৃত্যু হয়েছে ব্রাজিল ও রাশিয়ায়। এদিন ইন্দোনেশিয়ায় মারা গেছেন ৫৯৯ জন। ইরানে মৃত্যু হয়েছে ৫৭১ জনের। আর করোনায় ৫১৪ জন মারা গেছেন ভারতে।
















