ভারত: ভয়ানক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে একটি রাসায়নিক কারখানায়। এ ঘটনায় অন্তত ১২ জন শ্রমিক নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
হায়দরাবাদ সংলগ্ন শিল্পাঞ্চলের সিগাচি কেমিক্যালস নামের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে কারখানায় ভয়াবহ আগুন ধরে যায় এবং ৩তলা ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কারখানায় বিস্ফোরণের সময় মোট ৬৬ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলে আটজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নিহতদের মধ্যে অভিষেক কুমার (বিহার) ও নগর্জিৎ তিওয়ারি (ওড়িশা) নামের দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই ভেন্টিলেশনে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের ধাক্কায় শ্রমিকরা কয়েক মিটার দূরে ছিটকে পড়েন। আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনেও। আতঙ্কে আশপাশের কারখানার শ্রমিকরা দৌড়ে বাইরে চলে আসেন। উদ্ধার কাজে অংশ নিতে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, হায়দরাবাদ দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরাতে ভূমিকূপকারী যন্ত্র ব্যবহার করেন এবং ধ্বংসস্তুপের নিচ থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার এয়ার ড্রায়ার সিস্টেমে সমস্যা থেকেই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে। এটি কোন রিঅ্যাক্টর বিস্ফোরণ ছিল না বলে শ্রমমন্ত্রী জি বিবেক জানান।
তিনি বলেন, ফ্যাক্টরির ম্যানেজারও নিহতদের মধ্যে রয়েছেন এবং কারখানার শ্রমিক সংক্রান্ত সব রেকর্ড আগুনে পুড়ে গেছে।
তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ডামোদর রাজা নারসিমহা ও শ্রমমন্ত্রী জি বিবেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজ্যপাল জিষ্ণু দেববর্মা দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেন এবং আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দেন।
দুর্ঘটনায় হতবাক প্রতিক্রিয়া জানিয়ে উদ্ধার কাজে সবরকম সহযোগিতা ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি।