ফিলিফাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। শুক্রবার (১০ অক্টোবর) সকালে ভূমিকম্পে কেপে ওঠে ফিলিপাইন। এর ফলে বিপজ্জনক সুনামির ঢেউ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয়েছে ইন্দোনেশিয়ায়ও।
ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পটি দ্বীপের রাজধানী দাভাও থেকে প্রায় ১২৩ কিলোমিটার (৭৯ মাইল) দূরে মিন্দানাও দ্বীপের পূর্ব দিকে ৫৮ দশমিক ১ কিলোমিটার (৩৬ মাইল) গভীরতায় আঘাত হানে।
ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) জানিয়েছে, জীবনের জন্য হুমকিস্বরূপ উচ্চতার ঢেউসহ একটি ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা করা হচ্ছে এবং পূর্ব ও দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪ বললেও ফিভোলক্স জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৬ মাত্রার।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক করে দিয়েছে যে, ফিলিপিন্সের কিছু অংশে ১-৩ মিটার উচ্চতার ঢেউ উঠতে পারে। অন্যদিকে ইন্দোনেশিয়ার কিছু উপকূল এবং দ্বীপরাষ্ট্র পালাউতে ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।
ফিলিপিন্স কর্তৃপক্ষ বলছে, ‘প্রথম সুনামির ঢেউ স্থানীয় সময় বেলা ১১টা ৪৩ মিনিটের আগে আসতে পারে এবং ‘ঘণ্টাব্যাপী’ স্থায়ী হতে পারে।
এদিকে, দক্ষিণ ফিলিপিন্সের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর এডউইন জুবাহিব বলেছেন, ‘ভূমিকম্পটি আঘাত হানার পর এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।’
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এডউইন জুবাহিব স্থানীয় সম্প্রচারক ডিজেডএমএম-কে বলেছেন, ‘কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এটি খুব শক্তিশালী ভূমিকম্প ছিল’।
সূত্র: বিবিসি, সিএনএন