সুজন কুমার তঞ্চঙ্গ্যা: বিলাইছড়িতে মা মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। ২৫ টি পাঁঠা বলি’র মধ্যে দিয়ে হিন্দু দেবতা সর্পদেবী মা মনসা পূজা উপজেলা কালীমন্দির (হিন্দু মন্দিরে) অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল থেকে শুরু করা হলে প্রায় দিনব্যাপী চলে এই বলি পূজা।
এই বলিদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরোহিত অমর চক্রবতী, পূজা উদযাপন ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুকুমার চক্রবতী, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ এবং পুঁথি পাঠ করেন প্রিয়তোষ চক্রবতী। এতে বলিদানকারী, ভক্তগণ ও হিন্দু ধর্মালম্বীররা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি ও বিলাইছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজল কান্তি দে জানান, শ্রাবণ মাসে ১ তারিখ হতে মা মনসা পূজাকে কেন্দ্র করে মন্দিরে মন্দিরে মা মনসা পুঁথি পাঠ শেষে সনাতন ধর্মাবলম্বীরা শ্রাবণের শেষে এ পূজা করে থাকে। এতে ছাগল ও হাঁস বলি দেওয়া হয়।
















