মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা: পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় করোনা ভাইরাস এর চলমান সংক্রমণে কর্মহীন ও নিম্ন আয়ের ৪৫০ পরিবারের মাঝে ৫০০ টাকা করে ২ লক্ষ ২৫ হাজার টাকা প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ (১০ আগস্ট) মঙ্গলবার সকাল সাড়ে ১০ঘটিকার সময় পৌর ভবন প্রাঙ্গণে মাটিরাঙ্গা পৌর মেয়র মোঃ শামসুল হক কর্মহীনদের মাঝে এ অর্থ প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌরসভা এলাকার নির্ধারিত ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, পৌর প্যানেল মেয়র রাকিবুল হাসান, মোহাম্মদ আলী ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মোঃ শামছুল হক জানান, এর আগে বৈশ্বিক করোনা মহামারীর দ্বিতীয় ও তৃতীয় ধাপে জেলা প্রশাসন থেকে বরাদ্দ প্রাপ্ত প্রায় ৬৮ মেট্রিক টন খাদ্যশস্য ও ৪ লক্ষ ৫০ হাজার টাকার শিশু খাদ্য পৌর বাসীর মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
















