কুয়াকাটা সৈকতে আবারও দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। সোমবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সৈকতের কম্পিউটার পয়েন্ট সংলগ্ন স্থানে ডলফিন দুটি দেখতে পান ব্লু গার্ডের সদস্যরা। এর আগে শনিবার (৭ আগস্ট) একটি মৃত ডলফিন ভেসে এসেছিলো।
এদিকে স্তন্যপায়ী এই জলজ প্রাণী রক্ষায় জেলেদের প্রশিক্ষণের উদ্যোগের দাবি উঠেছে। ডলফিন গুলো ফুসফুস দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। জেলেদের জালে আটকে পরায় এগুলোর মৃত্যু হয়েছে বলে ওয়ার্ল্ড-ফিস সেন্টারের সহকারী গবেষক সাগরিকা স্মৃতি নিশ্চিত করেছেন।
মৎস্য অধিদপ্তর বরিশাল এর সাসটেইনাবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পে উপ-প্রকল্প পরিচালক মো. কামরুল ইসলাম জানান, কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ডলফিনগুলো হাম্পব্যাক এবং বটলনোস প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ঝড়ঁংধ ঢ়ষঁসনবধ বা চষঁসন নধপশ বলা হয়। এরা দলগত ভাবে চলাফেরা করে গভীর সাগরে।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ধারণা করা যাচ্ছে জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে ডলফিনগুলো। আবার বয়স বা দুর্বলতার জন্য এরা অনেক সময় জালে জড়িয়েও মারা যায়। জোয়ারের তোপে মৃত দেহ সমুদ্র তীরে চলে আসে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন এবং তিমি সৈকতে ভেসে এসেছিল।
















