চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) ও চায়না ফিনান্সিয়াল ফিউচারস এক্সচেঞ্জ কো লিমিটেডের (সিফেক্স) মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জেসের (ডব্লিউএফই) বার্ষিক সাধারণ সভা শেষে রিক্সোস টারসেন হোটেলের হাসকয় হলে এই চুক্তি সই হয়।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার ও সিফেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াওগেং ঝ্যং সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে সিফেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা শেন সুয়াং ও ফেং ইউ উপস্থিত ছিলেন।
চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটি টেকসই ডেরিভেটিভস বাজার গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। পাশাপাশি, তথ্য আদান-প্রদান, প্রশিক্ষণ ও নলেজ শেয়ারিং আয়োজন, ব্যবসায়িক উন্নয়ন ও বাংলাদেশের ডেরিভেটিভস পণ্যের প্রচারসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।
আশা করা হচ্ছে, সিএসই ও সিফেক্সের এই দ্বিপাক্ষিক চুক্তি বাংলাদেশের ডেরিভেটিভস বাজারের বিকাশ ও আর্থিক খাতের আধুনিকায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বলে রাখা ভাল, ২০০৬ সালে চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের অনুমোদনে প্রতিষ্ঠিত সিফেক্স চীনের ফিনান্সিয়াল ফিউচারস, অপশন ও অন্যান্য ডেরিভেটিভসের ট্রেডিং ও ক্লিয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এটি চীনের পাঁচটি প্রধান এক্সচেঞ্জের যৌথ সহযোগিতায় গঠিত হয়।
















