চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদে গভীর নলকূপ স্থাপন হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় এ নলকূপ পরিদর্শন করেছেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, চবি প্রকৌশল দপ্তরের প্রশাসক প্রফেসর প্রকৌশলী নিহাদ করিম চৌধুরী, চবির প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল আহাদ।
পরিদর্শন শেষে গভীর নলকূপ স্থাপনের কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন মো. কামাল উদ্দিন।
তিনি বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্যের জন্য সুপেয় পানি খুবই প্রয়োজনীয়। এ নলকূপের মাধ্যমে তিনটা অনুষদে সুপেয় পানি সরবরাহ করার পর কেন্দ্রীয় লাইনেও পানি নেওয়া যাবে। এটা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সুখবর।’
‘ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় গভীর নলকূপটি স্থাপন করা হয়েছে। নলকূপটির গভীরতা ৫৪০ ফুট এবং এর পানি সরবরাহের সক্ষমতা ঘণ্টায় আনুমানিক ১০ হাজার গ্যালন; যা দ্বারা মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ইনস্টিটিউট/বিভাগসমূহ, বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ ভবনে পানি সরবরাহ সম্ভব হবে। এছাড়া, জরুরি প্রয়োজনে এ নলকূপের পানি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইনেও সরবরাহ করা যাবে।
















