চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ‘দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আমাদের সন্তানদের মধ্যে এই মূল্যবোধ গড়ে তুলতে হবে। তারা-ই ভবিষ্যতে একটি পরিচ্ছন্ন, সবুজ, সুস্থ ও নিরাপদ চট্টগ্রাম নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।’
সোমবার (২৭ অক্টোবর) নগরীর পূর্ব মাদারবাড়ী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিদিন সকালে নাস্তা না করে স্কুলে আসা যাবে না। খালি পেটে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা সম্ভব নয়। একটি ডিম, একটি কলা আর এক গ্লাস দুধ—এই সামান্য খাবারই তোমাদের শরীর ও মস্তিষ্ককে সুস্থ রাখবে।’
মেয়র বলেন, ‘আজ বিশ্ব স্ট্রোক দিবস। অনেকে হার্ট অ্যাটাক ও স্ট্রোককে এক মনে করেন—এটা ভুল ধারণা। হার্ট অ্যাটাক হয় হৃদপিণ্ডে, আর স্ট্রোক হয় মস্তিষ্কে। হঠাৎ মুখ বাঁকা হয়ে যাওয়া, হাত-পা অবশ হয়ে যাওয়া বা কথা জড়ানো—এসবই স্ট্রোকের প্রাথমিক লক্ষণ। এমন অবস্থায় সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা নেওয়াই জীবনের জন্য সবচেয়ে জরুরি।’
‘আমাদের শিশুদের এখন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। কোথায় ময়লা ফেলতে হবে, প্লাস্টিক ও পলিথিন কীভাবে পরিবেশের ক্ষতি করে—এসব শিক্ষা শিশুদের মাধ্যমেই সমাজে ছড়িয়ে দিতে হবে। কারণ, একটি টেকসই উন্নত শহর গড়তে সচেতন নাগরিক তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
শাহাদাত হোসেন আরও বলেন, ‘তোমরা যেখানে যাবে, সেখানেই বাংলাদেশকে হৃদয়ে ধারণ করবে। দেশপ্রেম ও সততার চেতনা নিয়ে তোমরা বড় হবে—এটাই আমাদের প্রত্যাশা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতৃত্বের অনুপ্রেরণা তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যিনি দেশপ্রেম ও সততার মাধ্যমে একটি দুর্বল অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটিজেন ফোরাম চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মসিউল আলম স্বপন, সিটিজেন ফোরাম সদরঘাট থানার সভাপতি সালাউদ্দিন, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিদ্যালয়ের গভর্নিং বোর্ড সদস্য খোরশেদ আলম, প্রধান শিক্ষক নুরুল আজিজ, এমএ মুছা বাবলু, আজিজুল ইসলাম বাদল, তসলিমুর রহমান, নুর খাঁন, রাশেদ, ইয়াসিন আরাফাত, নুর জাহেদ বাবলু।
















