কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের ২৭ নম্বর শালবাগান ক্যাম্প সংলগ্ন ব্রিজের নিচ থেকে রফিক (২৫) নামের এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত রফিক হ্নীলা জাদিমোরা নয়াপাড়া ২৬ নম্বর ক্যাম্পের ই-৫ এর বাসিন্দা মোহাম্মদ হোছনের ছেলে।
সোমবার (৯ আগস্ট) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, ২৭ নম্বর শালবাগান ক্যাম্পের ত্বোহা গ্রুপের লোকজন রফিককে নৃশংসভাবে খুন করে এই ব্রিজের নিচে ফেলে চলে যায়।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আলীম জানান, ২৬ নম্বর ক্যাম্পের ব্লক ডি/২ সংলগ্ন ব্রিজের নিচে পানিতে হাত-বাঁধা অবস্থায় এক লাশ পড়ে আছে। সকালে এমন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
















