কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: উখিয়া কুতুপালং বালুর মাঠ ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন সদস্যরা রোহিঙ্গাদের শেডে অভিযান চালিয়ে অবৈধ মওজুদদারী ও কালো বাজারির বিপূল পরিমাণ চাউল, চিনি ও ভোজ্য তৈল জব্দ করেছে।
সুত্র জানায়, ৮ আগষ্ট রবিবার দুপুর ১টার দিকে বালুরমাঠ পুলিশ ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ২নং রোহিঙ্গা ক্যাম্প (ওয়েষ্ট) এর ব্লক-ই/২ এর বাসিন্দা আশরাফ আলীর পুত্র সৈয়দ আমিন ওরফে ডালু মাঝি কর্তৃক কালোবাজারে বিক্রির জন্য মওজুদকৃত ব্লক-বি/৫ এর বাসিন্দা সৈয়দ সালামের পুত্র রোহিঙ্গা রুবেল (২৫) এবং রশিদ আহমদের পুত্র জামাল (২৮) এর শেডে অভিযান চালিয়ে ৫ হাজার ৮শ কেজি চাউল, ২শ ৬০ কেজি চিনি, ৪শ ১৯ লিটার তৈল জব্দ করা হয়।
উল্লেখ্য,এই চক্র রোহিঙ্গাদের জন্য বন্টনকৃত রেশনের দ্রব্য কালোবাজারী ও মজুদদারী করে চাউল, চিনি ও তৈল দেওয়ার লোভ দেখিয়ে আল-ইয়াকিনের সদস্য সংগ্রহ করার চেষ্টা করছে। অভিযানের সময় তাদেরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
এই ব্যাপারে কক্সবাজার ১৪এপিবিএন অধিনায়ক এসপি নাঈম উল হক জানান, এই ঘটনায় প্রাথমিক তদন্ত ও জড়িত অজ্ঞাতনামাদের নাম ঠিকানা সংগ্রহ সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
















