কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার ১৫০ পিছ ইয়াবাসহ রােহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব -১৫।
আটক মাদক কারবারি হলেন কুতুপালং ১৭ নং রােহিঙ্গা ক্যাম্পের মিয়া হোসেনের ছেলে শফিউল্লাহ (২০)।
সোমবার বেলা ২ টার দিকে কুতুপালং মেসার্স জাফর আলম মার্কেটের পার্শ্বে হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন হাফিজা পােস্ট্রি ফিড সেন্টার এর সামনে থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কতিপয় মাদক কারবারী উখিয়ার কুতুপালং মেসার্স জাফর আলম মার্কেটের পার্শ্বে ইয়াবা ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালায় র্যাব -১৫ এর একটি চৌকস আভিযানিক দল। এসময় একজনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১৪ হাজার ১৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
















