কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: রামুর ঈদগড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১ আগস্ট (রোববার) বিকাল সাড়ে ৫ টার দিকে ঈদগড়ের মোহাম্মদ শরীফ পাড়ার সাবেক মেম্বারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হেলাল উদ্দিন (২৫) প্রকাশ সোনা মিয়া। সে করলিয়ামুরা গ্রামের নুরুল ইসলামের পুত্র।
জানা গেছে, নিহত হেলাল উদ্দীন পেশায় একজন (প্লাস্টারের কাজ করে) রাজমিস্ত্রী। সে সুবাদে ঘটনার দিন হেলাল সাবেক মেম্বার জয়নাল আবেদীনের বাড়ীতে কাজ করতে গিয়েছিল।
বাড়ির ভেতরে দেওয়ালে প্লাস্টার করার সময় আকস্মিকভাবে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন উদ্ধার করে তাকে দ্রুত ঈদগড় বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঈদগড়ের ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
















